To view Bengali script download Solaimanlipi and set it as the default font in your browser.

Sunday, January 23, 2011

আশুতোষ কলেজের ছাত্রদের প্রতিঃ সন্ত্রাসবাদীদের সন্ত্রস্ত করেই সন্ত্রাসমুক্তি সম্ভব

শাবাশ! কলেজের অদূরে, একশ গজের মধ্যে দুদুজন বিধায়ক কাম জল্লাদ সেনাপতি ঘাঁটি গেঁড়ে বসে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সন্ত্রস্ত করার চেষ্টা করেও শেষমেশ সফল হতে পারল না। আপনাদের সরব ঘৃণার হাত থেকে বাঁচতে পারল না বাংলা বরবাদকারি বাহুবলীর দল| একগণ্ডা কলমবাজ গুণ্ডা আর আধ ডজন ক্যামেরাওলা সাংবাদিককে হতাশ করে আপনারা আপনাদের সাথীর রক্তের জবাব দিয়েছেন। আপনারা হতাশ করেছেন রাজ্যপালকে! বিচারক যাদের নুন খেয়ে বসে ছিলেন গুণ গাইবেন বলে, পারলেন না তাদের গুণ গাইতেতাই তারাও ক্ষুব্ধ| এখন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারা| শকুনি মামার অন্তঃপুরে বসেছে দুর্যোধনের সভা

পশ্চিম মেদিনীপুরে কোনো রকমেই না পেরে এখন বেতনভুক পুলিসকর্তা আর কাঁথির যুব সেনাপতি গুণ্ডাটা জোট বেঁধেছে| পুলিশ লালগড়ে সিপিএম অফিস ভেঙ্গেছে| ভাংচুর হয়েছে অনুজ পাণ্ডের বাড়ি| তাকে যাতে তৃনমূলী গুণ্ডারা পলিসের সহায়তায় খুন করতে পারে এবং এই খুনের দায়ে যাতে পুলিশের ঘাড়ে না চাপে সেই জন্য পুলিশ সুপার মনোজ ভার্মা এক তরফা ভাবে তার ও ডালিমের নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে| হ্যাঁ, এই পুরো ব্যাপারটায় নেতৃত্ব দিচ্ছে ভার্মা| তার এখন কাজ হলো শিশির-শুভেন্দুর বেতনভুক হায়নাগুলোকে অনুজ আর ডালিম কোন রাস্তায় চলা ফেরা করে সেগুলো চেনানো

আমি অভিযোগ করছিনির্বাচনের আগেই এলাকাতে ১৬০০ লোক খুন করার ও ৬০০০ মানুষকে বাস্তুচ্যুত কারার ষড়যন্ত্রে লিপ্ত ভার্মা-শিশির এন্ড শুভেন্দু কোম্পানি|

মনোজ ভার্মা ক্ষুব্ধ কারণ তাকে বর্ধমানে পাঠানো হয়নি| আসলে ওই ডেরাটা তো শুধু কয়লার খনি নয়, পুলিস প্রশাসকদের কাছে হীরের খনিও বটে| ৫ বছর থাকা মানেই ৫০ কোটি টাকা! এটা কিনা পেয়ে গেল হুমায়ুন কবির?! পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার বিশ্বাস অবশ্য বেশ ভালই আছেন। অধিকারীদের বাড়ির উঠোনে বসেই অফিস চালাচ্ছেন। কোন কোন রাস্তা দিয়ে মুঙ্গের এবং বাংলাদেশের অস্ত্র ঢুকবে, সেই পরিকল্পনাও করে দিচ্ছেন| এদিকে বেহালাতে ৬ তারিখের বিরোধী নেতার কর্মী সভাতে সিদ্ধান্ত হয়েছে কলকাতাতে একটা এলাকাতেও যাতে বামপন্থীরা পোলিং এজেন্ট দিতে না পারে তার জন্য নির্বাচনের ১৫ দিন আগে থেকে সন্ত্রাস সৃষ্টি করার|

এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই আপনারা একেবারে মুহতোড়জবাব দিয়েছেন| সেলাম আপনাদের| আপনারা আবারও প্রমাণ করলেন, সন্ত্রাসবাদীদের সন্ত্রস্ত করেই সন্ত্রাস মুক্তি সম্ভব| হিম্মতকে সবার উপরে স্থান দিয়েই জঙ্গলের জীবদের ক্যানেস্তারা পিটিয়ে, আগুন জ্বালিয়ে, আওয়াজ করে জঙ্গলেই পাঠাতে হয়| বাংলার বিরোধী নেত্রী আর তার স্যাঙ্গাতরা নেহাত কাপড় পরে আছে, না হলে ওদের ঐ নর খাদকদের সাথে জঙ্গলেই মানাবে ভালো| এই খুনে জল্লাদগুলোকে ঝেঁটিয়ে বিদায় করার দায়িত্ব আপনাদের, অর্থা ছাত্র-যুবদেরই নিতে হবে| বাংলাকে নরখাদকদের বিচরণক্ষেত্র হতে দেওয়া যাবে না। রোধ করতে হবে ওদের। 

এক দিকে স্বপন কোলের হত্যাকারীরা, সৌভিক হাজরার নির্যাতনকারীরা, এবং সংবাদ মাধ্যম ও কলমবাজ গুণ্ডারা জোট বেঁধেছে| অন্য দিকে আছেন আপনারা। আপনাদের হাতেই সততা, সত্য আর হিম্মত| ন্যায় আপনাদেরই পক্ষে| হিম্মতের সঙ্গে ন্যায়ের পতাকা তুলে ধরলে লক্ষ্য মানুষ আসবে আপনাদের পাশে| ওই জঙ্গলমহলের শহীদদের মা, বোন, ভাই, বিধবারা দুই হাত তুলে আশীর্বাদ করছেন আপনাদের| তাঁরা তাকিয়ে আছেন আপনাদের দিকে, আশায় বুক বাঁধছেন যে আপনারা বাঁচিয়ে তুলবেন তাঁদের নিহত স্বজনদের

ভবিষ্য আপনাদের| এই কঠিন কাজের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন আপনারাই| কেবল মাত্র শিক্ষাঙ্গনে নয়, পাড়ায় পাড়ায় নির্যাতনকারী, খুনে, লম্পট, তোলাবাজদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে সাহায্য করুন। লাল ঝাণ্ডা লাঞ্ছিত হতে দেখলে একা হলেও ঝাঁপিয়ে পড়ুন

সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় মানুষকে সাহসী করে তোলার অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে আপনাদের| কে এলো বা কে আসবেএই সব না ভেবেই যতটুকু আছে, যা আছে, তা নিয়েই প্রতিটি অন্যায়-আঘাতের প্রত্যাঘাত করুন| সংগ্রাম সুরু হোক আত্মস্বার্থের—“আমার কি হবে?”—বিরুদ্ধে| লাল ঝাণ্ডার জন্য প্রয়োজনে সংগ্রাম শুরু করুন নিজের ঘরেবাবা, কাকা, জ্যাঠা, আত্মীয়দের বিরুদ্ধে নির্মম হোক সে লড়াই| মরতে দেবেন না স্বপন কোলেদের| আপনাদের বিজয় কলরবেই সৌভিক  দেখতে পাবে কি ঘটছে| সে যে রাজার রাজা... ! আর কে না জানে নৃপ কর্ণেনঃ পশ্যতি? সে কানে শুনেই বিজয়ের যে ছবি আঁকবে সেটাই হবে আগামী বাংলার ছবি, প্রতিরোধের ছবি, বিজয়ের ছবি! 

সেলাম আপনাদের, আপনাদের মাধ্যমে বাংলার লড়াকু বামপন্থি ছাত্রদের|

8 comments:

  1. বানান ঠিক করা হোক

    ReplyDelete
  2. somnath

    eta khub sathik dabi. banan thik kora uchit. boi mela ta perole gota blog er banan-ee thik kore deya hobe. mushkil holo ekhono google transliteration software er opor nirbhar kore dictation nite giye banan gulo bhool hoye jacchhey ebong amra avro janina bole ta thik-o kora hocchhey na. jaihok, ekjon volunteer ke niye boi melar por boshe egulo thik kore neya hobe.

    basu acharya

    blog team er pakkhe.

    ReplyDelete
  3. amra jara chatra rajniti kori taderkache saibari marichjhapi anandamargi esob niye bhalo boi khub nei jodi daya kore kichu lekhen tobe jukti khuje pai

    ReplyDelete
  4. বাংলা ব্লগে কেন রোমান বাংলা ? পড়তে বড্ড অসুবিধা হয় ।
    মুক্ত অপারেটিং সিষ্টেম, যেমন Ubuntu Linux 10.10 ব্যবহার করলে পৃথিবীর প্রায় সব ভাষাতেই লেখা যায় ।ফোণেটিক বাংলা কী-বোর্ড (ভার্চুযাল) যেমন - India Bengali Probhat ব্যবহার করুন । ওটাও উবুন্টু অপারেটিং সিষ্টেমেই দেওয়া আছে । আর এর জন্য আপনাদের এক পয়সাও খরচ করতে হবে না ।পাইরেটেড অপারেটং সিষ্টেম এবং সফ্টওয়ার থেকে দূরে থাকুন ।
    লিনাক্সের ভূবনে আপনাদের স্বাগতম জানাই ।
    এক্কেবারে বিণা পয়সায় মুক্ত অপারেটিং সিষ্টেম ও অজস্র সফটওয়ার পেতে এখানে লগ ইন করুন www.canonical.com অথবা www.ubuntu.com -এ ।

    ReplyDelete
  5. comrade azizul haq je chobita chatroder modhe dekhte chaichen seta ke bapok akare aar dekha sombhob, bisesoto somaj ta jokhon bhogbader somsai jorjorito.......kichu mustimeo chatror kaj dya mone hoi ajker dine atokendrik chatrosomaj (otonto dukher songei kathata likhte hoche) ke bichar kora thik hobe na.........ulte romantic hoye jabe.

    ReplyDelete
  6. স্বপন কোলে,শৌভিক হাজরার সাথে প্রতিরোধের প্রতীক হিসাবে উচ্চারিত হোক আরেক ছাত্রের নাম-"মার্শাল মূর্মূ"

    ReplyDelete