To view Bengali script download Solaimanlipi and set it as the default font in your browser.

Wednesday, September 22, 2010

সাবধান! ওরাই সাপ, ওরাই ওঝা

'মাওবাদী' নেতা বিক্রম একটা হেল্পলাইন খুলেছে যাতে জনগণ ফোন করে তাদের বিভিন্ন অভিযোগ সরাসরি জানাতে পারেন| মাওবাদীদের নাম করে কেউ টাকা তুলছে বা অত্যাচার করছে - এমন খবর দিলেই নাকি সব সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে 'হেল্লো মাওবাদী'! হেল্পলাইন দিয়ে বিপ্লব! চমকার চালাকি! শুভেন্দু অধিকারী, মদন মিত্তিরের মত মাল'দের সমর্থন করব আর ধর্ষণ, খুন, তোলাবাজি, লুঠ, গুম হবে না! ন্যাকা আর কি!

আসলে ওরা দু'মুখোকোটেশ্বর বছরে তিরিশ কোটি টাকা তুলবে, বিক্রম ভালো সেজে হেল্প করবে| এক দিকে শিশির অধিকারী বাংলাদেশ থেকে অস্ত্র আনিয়ে 'গণ মিলিশিয়া'কে সজ্জিত করবে যাতে 'হার্মাদ' অভিযোগে ন'বছরের শিশুকে হত্যা করা যায়, জ্যান্ত পুড়িয়ে মারা যায় ৮৬ বছরের বৃদ্ধাকে, ধর্ষণ করে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দেয়া যায় ছবি মাহাতোকেসোজা কোথায় মুসোলিনির ফ্যাসিস্ত কায়দায় মমতাকে ক্ষমতায় আনার চক্রান্ত| অন্যদিকে, 'মাওবাদী বলছি, মে আই হেল্প ইউ?' ফাজলামো হচ্ছে? বাজারী কাগজের দৌলতে ওরা যখন 'হার্মাদ'টা শিখেছে, তখন জনগণের ভাষাটাও শিখুকএরা বাংলা বরবাদ পার্টি|

আহা! মোবাইল নম্বর দিয়ে বিপ্লব! কোটেশ্বর কি আজকাল 'রং দে বসন্তী' দেখছ? 'লুজ কন্ট্রোল'? তাও যদি কিছু শিখতে! ওখানে অন্তত একজন নির্ভীক পাইলটের মৃত্যুর বদলা (ভুল ভাবে হলেও) নিয়েছিল ৫জন যুবক| খতম করেছিল দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে| এখানে মমতাকে মাইলেজ দিতে শেষে সাঁইথিয়া দুর্ঘটনার দায় সিপিএম'এর ঘাড়ে চাপানোর জন্য একজন স ড্রাইভারের চরিত্র হনন করলে? তোমাদের কাণ্ড-কারখানা দেখে তো শোভা মান্ডির কথাতেও বিশ্বাস জন্মে যাচ্ছে!

'মাওবাদী' নামধারী এই খুনে-লম্পটের দল নকশালবাড়ির বিপ্লবী ঐতিহ্যের ফসল নয়, শিশির-শুভেন্দুর মত পচে যাওয়া সামন্তিদের মদতপুষ্ট বাহিনী| প্রতিরোধী কৃষক জনতার লাগাতার লড়াইয়ের ফলে এখন কোণঠাসা হয়ে বন্ধু'র ভেক ধরতে চাইছে| সাবধান, ভুলেও ওই ফাঁদে পা দেবেন না!

5 comments:

  1. Mamata'r rup kromoso prokash pachhe...

    ReplyDelete
  2. Mamata-Maobadi Nexus er birudhye sadharan krishak janata aaj pothe nemechhen. Amader uchit sei protirodhi krishakder pashe dnarano.

    ReplyDelete
  3. Ah babu ki Murgi churi kore ALimuddin e lukiye rakhten?

    ReplyDelete
  4. aNte besh lagche dekhchi...soukhin bote

    ReplyDelete