To view Bengali script download Solaimanlipi and set it as the default font in your browser.

Saturday, September 11, 2010

কগ্রেস কেন মমতার পদলেহন করছে?

আমার দুঃখ এটা নয় যে লোকে আমায় জানলো না, বুঝল না; বরং আমার দুঃখ এটাই, আমি লোককে জানলাম না, বুঝলাম না’-বলেছিলেন গুরুদের গুরু কনফুসিয়াস| তাঁরই দেশের আর একজন মহান শিক্ষকচেয়ারম্যান মাওবললেন, ‘জনগণই প্রকৃত বীর| আমরা শিশুর মত অজ্ঞ এবং উপহাস্য’-কথাটার তাপর্য বুঝলাম, যেদিন সিঙ্গুরের তথাকথিত অনিচ্ছুক কৃষকেরা ডেকে পাঠালেন একটা অজুহাতে। সংগঠক বললেন, “দাদা আপনি একটু আগে আসবেন? আপনার সাথে পৃথকভাবে কথা বলবেন কিছু কৃষক; সন্দেহ রেখেই রাজি হয়ে গেলাম, সন্দেহের কারণ ওখানে তো বেচারামরা এখন কেনারাম হয়ে রাজ্যের লম্পট, বন্দুকবাজ, হামলাকারীদের সাথে উপাত করে বেড়াচ্ছে| তবুও গেলামতথাকথিত অনিচ্ছুক কৃষকদের ছোট  সভা| তারা কাঁদছেন| জমি দিতে চান শিল্পের জন্য| যে কেউ আসুন| জিজ্ঞাসা করলাম, ‘তখন এগিয়ে আসেননি কেন?’ উত্তর: লোভে, ভয়ে’-একটু ইতস্ততঃ করে বললেন, ‘সরকারও ভুল করলো!’ 

কিরকম?’

প্রথমে বলল, এটাই সর্বোচ্চ প্যাকেজ, তারপর দেখলাম একঘন্টার মিটিংএ সেই প্যাকেজটা ডাবলএর বেশী হ| আইনে নাকি জমি ফের দেওয়া যায়না| নিরুপমবাবু বললেন ৭০ একর ছাড়তে পারেন| আমাদের বোঝানো হ, আমরাও দেখলাম সর্বোচ্চ প্যাকেজবলে কিছুই হয়না, আরও চাপ দিলে আরও পাবো, জমিও ফেরতযোগ্য| আইন-ফাইন ফালতু কথা!...তাছাড়া ছিল ভয়, হুমকি...আমরা বুঝতেই পারিনি, টাটারা চলে যাবে| ওই সিনেমার বাবু বিবিরাও তাই বললেন| এখন মা-মেগোদের টিকি দেখছি না। হ্যাঁ, জানেন এখন ঘাসের ভেড়ি, সিংহের ভেড়ির আমরা সকলে চোর| চুরিই হচ্ছে আমাদের পেশা| ওই কাঠামোর লোহা, টিন, ইট, কাঠ চুরি করি; কিন্তু সেটাও তো শেষ হয়ে আসছে... এবার আমার কাঁদার পালা, ‘মানুষ ফাঁদ পাতে...তুমি পাখি হয়ে এসো’| তবুও একটা প্রশ্ন করি, ‘কিন্তু নির্বাচনগুলোতে আপনারা তো ওদেরই জেতালেন!...

কী করবেন বলুন তো আপনি? মাস্তান, গুণ্ডারা যদি হুমকি দিয়ে যায়, দিনে-রাতে, যারা নিরাপত্তা দিতে পারতেন সেই লাল ঝাণ্ডার দল যদি ভয়ে ঘরে ঢুকে থাকে, এস.পি. এস.ডি.পি.ওকে যদি দেখি বাড়ি বাড়ি ঢুকে ওদের বিরোধিতা করছে| দেখলেই মিথ্যে মামলাতে ঢুকিয়ে দেয়| এখনও এখানে ৩৫টা এরকম মামলা ঝুলছে... মাস্তানরা ঘুরে বেড়াচ্ছে... সাধারণ মানুষ কি করবেন! সুখের চেয়ে স্বস্তি ভালো...বুঝলাম কেন মাও বলেছিলেন, নিষ্ক্রিয় প্রতিরোধ প্রতিক্রিয়াকেই সাহায্য করে... ভাঙ্গড়, ঘটকপুকুর, ক্যানিংএর কৃষকদেরও একই কথা, একই গল্প|

এরা তো কোন ছাড়! বারো ভুইঞার এক ভুইঞা পরিবারের মানস ভুইঞা, তার রক্তেও তো পূর্বপুরুষদের সম্মানবোধ থাকার কথা! কি করলেন? কল্যাণ, শুভেন্দুরা পিটিয়ে তাকে নিজেদের পায়ের তলাতে হুমড়ি খাইয়ে সাত-পাক ঘুরিয়ে ছেড়ে দিলো| শঙ্কর সিং, নির্বেদের মত দু-একজন রুখে দাঁড়ানোর চেষ্টা করতেই দিল্লীর নির্দেশ পদ হারালেন| পরিষ্কার ইঙ্গিত: মমতার বিরোধিতা করা যাবে না! ইঙ্গিতটা বুঝতে পেরে সাবিত্রীরা দেখলেন, তাহলে আর এই কংগ্রেসি ঘোমটা কেন? তৃণমূল আমাদের ঘর ভাঙছে বলে কোন কোন কংগ্রেসি যতই কাঁদুন, কংগ্রেসই চায় এখানে কংগ্রেস সাইন-বোর্ডই থাকুক| মমতার বিরোধিতা করা যাবে না| কারণ, সংকটে পড়া পুঁজিবাদ, বেঁচে থাকার জন্য মমতার মতই একজনকে চায়| যার কোনো নীতি নেই, দায়বদ্ধতা নেই| যার ওপরে কথা বলার কেউ নেই... লুম্পেনসিই যার একমাত্র ভরসা! এরকম একজনকে রাজনৈতিক কর্তৃত্বে আনতে পারলে সমাজতন্ত্রের ভূতটাকেতাড়া করা যাবে! কী অদ্ভুত মিল! মাওবাদী (?) কোটেশ্বর ওরফে কিষাণজির কথা স্মরণ করুন| ‘মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চাই|’ কারণ, ওর কোন বাধ্যবাধকতা নেই| কোন দল নেই, বারো হাঁড়ির দল|

২০০৬ সালে মমতা যখন ঘোষণা করেই দিয়েছিলো মুখ্যমন্ত্রী হচ্ছি| লিখেছিলাম বামফ্রন্ট জিতছেই| কারণ পুঁজির ইচ্ছে তাই| মূলত: (১) এ রাজ্যের স্থিতিশীলতা; বিনা বিরোধিতাতে সে মুনাফা পুঁজির রিটার্ন পাবে| (২) শাসক বামফ্রন্টের ওপর মতাদর্শগত প্রভাব এবং কর্তৃত্ব| তাই হয়েছিল| কিন্তু বামফ্রন্টকে বামথাকার দায় থেকেই বিশ্বপুঁজিবাদীদের সংকটে পড়ার সময়ে তার যে সর্বগ্রাসী আগ্রাসন তার বিরোধীতা করতেই হয়| বাজার নিয়ন্ত্রীত পুঁজি ৯৮ সাল থেকেই বাজারি নেতার ধান্দাতে ছিল| হাতের কাছে তৈরি মালপেয়ে গেল| খ্যাপা ষাঁড়ের মতো যে, ‘লালদেখলেই গুঁততে তেড়ে যায়, তার কনসেসনদেবার মতো ক্ষমতা পুঁজিবাদের নেই| বুশের ঘোষণাই পুঁজিবাদের শেষ কথা| ‘হয় আমার পক্ষে, না হয় শত্রু!কংগ্রেস, বি.জে.পি.র সামনে কোনো পছন্দের জায়গা নেই| আজ পর্যন্ত লোকসভার নির্বাচনে জিততে না পারা বাম-প্রগতিশীলতকমাধারী নেহেরুবাদীবলে চিহ্নিত প্রণববাবুর (জিতেছেন কিন্তু বামপন্থীদের কল্যাণেই| ওদের কৌশলের রাজনীতির সৃষ্টি প্রণব মুখার্জী—Adam of Victor Frankenstein’s labour) দায়িত্ব পড়লো, সঙ্কটে পড়া পুঁজিকে বিরোধিতার হাত থেকে বাঁচানোর| সুতরাং মুখোশ খুলেইধেইনাচে নেমে পড়লো সকলে| মুণ্ডহীন দেহগুলো আহ্লাদে নৃত্য শুরু করলো বাংলার বুকে| সাম্রাজ্যবাদের আদি-অকৃত্রিম স্বাভাবিক দোসর সামন্তবাদকে গ্রামবাংলাতে পুনর্জীবিত করার সংগ্রাম শুরু হলো, চলল প্রতিবিপ্লবের খেলা| বিভিন্ন দল থেকে নানান ধরনের দুর্নীতি করে বিতাড়িত, সামন্ত সংস্কৃতির প্রতিনিধি, ’৭২-৭৫ এর ফ্যাসিস্ত সন্ত্রাসের সময়কার পরীক্ষিত গুণীজন’, IPS অফিসার, আমলা আর নেতাদের একঘাটে জড়ো করলো পুঁজি| পুঁজির ব্যাটনে বাঁদর নাচ নাচতে মঞ্চে এলো নাট্যকার, সঙ্গীতকারগুলো... বৃহণ্ণলার ছদ্মবেশ ছিঁড়ে এলো মঞ্চের উপর

সুতরাং, নন্দীগ্রামে গুলি না চললেও মুখোশগুলো নেত্য করতই| কারণ এটাই এদের চরিত্র| এরই জন্য ওরা লালিত-পালিত| অতীতেও লাল ঝাণ্ডার বিরোধীতা করার সামান্যতম সুযোগ ওরা ছাড়েননি| ’৬২ সালে, ৭২ সালে, ৭৫ সালে, যখনই কমিউনিস্ট বিরোধীতার সামান্যতম সুযোগ পেয়েছেন এরা, মানে কারোর বাবা, কারও ভাই-দাদারা লড়ে গেছেন| লড়ে গেছেন একটা বাজারি কাগজ এবং রেডিওর নেতৃত্বে (অবশ্যই আমি দু-চারজনকে বাদ রাখছি)| সুযোগ বুঝে, আবার জামা পাল্টে ঢুকে গেছেন| জনগণের অসতর্কতার সুযোগে নিজেদের অতীতকে ঢেকে রেখে প্রতিষ্ঠা পেয়েছেন|

গণ্ডগোল পাকাও ব্যর্থ হও, গণ্ডগোল পাকাও ব্যর্থ হও, যতদিন না ধ্বংস হও’-এটা হল চিরকালীন সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল নীতি; আমেরিকান সাম্রাজ্যবাদের নেতৃত্বে পৃথিবীর দেশে দেশে প্রতিক্রিয়াশীল শক্তি একদিনের জন্যও এই নীতি থেকে সরে নি| ভারতবর্ষেও তারা যুগে যুগে এই কাজ করে গেছে| ’৫৯ সালে কংগ্রেসের তদানীন্তন নেতা নেহরুর নেতৃত্বে ধর্মীয় প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে কাজে লাগিয়ে কেমন করে কেরলের প্রথম বামপন্থী সরকারের পতন ঘটিয়ে ছিল CIA তার কথা তো মাইনিহান সাহেবের পুস্তকেই আছে| সম্প্রতি রুস্তম গ্যালিলিন এশিয়ার বুকে CIA-র কাজনামে একটা বিশাল বই লিখেছেন| তাতে দেখা যাচ্ছে ৭২ সালে কেমন করে বাংলাতে ক্রমবর্ধমান বাম, মানে সমাজতান্ত্রিক মতাদর্শকে ঠেকাবার জন্য এরা কাজ করেছেন| সেই বইতে ভারতের একজন প্রাক্তন লেঃ জেনারেল এসকে সিং-এর একটা বয়ানও আছে (পরে ইনি বিজেপি-তে যোগ দেন)| সিং বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত সেরসম্যান তাকে সরাসরি কলকাতার দূতাবাসে বাণিজ্যিক দূত হিসাবে নিয়োগ করে একটা আঞ্চলিক দল গড়ার কথা বলেযে দল বামপন্থার বিকাশকে, সশস্ত্র বা নিরস্ত্র, যে-কোন উপায়ে রোধ করতে সক্ষম হবে| জেনারেল সিংএর মত লোকদের ব্যবস্থা করে, পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়, ‘একে ধরে, ওকে ছেরে’, CIA তার পরিকল্পনা করে গেছে| আদিবাসী অধ্যুষিত অঞ্চলে অন্ত্যজ মানুষদেরকে সাধারণতটার্গেট অব চয়েসকরা হয়ে থাকে| এই উদ্দেশ্যেই পুরুলিয়ার একটা অঞ্চলের একটা বাড়ীর নাগালে অস্ত্রবর্ষণ করে সেই ব্যক্তির মারফ অস্ত্র বিতরণ করে সশস্ত্র অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করে CIA| এই অস্ত্র বর্ষণে ধৃত বৈমানিক পিটার ব্লিচের স্বীকারোক্তি তার প্রমাণ| কংগ্রেস দলকে ৮৫ সালের আগে CIA তথা আমেরিকা সম্পূর্ণ নির্ভরযোগ্য মনে করতো না, কাড়ন কংগ্রেসের মধ্যেই একদল এর বিরোধী ছিল| সেই জন্যেই স্থানিক দল, ধর্মীয়গোষ্ঠীদের কাজে লাগাত| ৮৫ সালে কংগ্রেস দলের পরিবর্তন ঘটে| গোটা দলটাই CIA’র কাজ-কাম চালানর আঁতুড় ঘর হয়ে ওঠে| বিশ্বব্যাপী সমাজতন্ত্রের ধাক্কা খাওয়ার পর আর যাতে পৃথিবীতে সমাজতন্ত্রের ভূতের তাড়া না খেতে হয় তার জন্য পোল্যান্ডের শিক্ষাকে ওরা রণনীতির অংশ করে নেয়| সমাজ-গণতন্ত্রীদের অপদার্থতা এবং দুর্নীতির রাজনীতিতে সাধারণ মানুষের যে বিরক্তি দেখা গেছে (মনে রাখতে হবে এই সমাজ-গণতন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত করে তোলাটা ওদের রণনীতির অংশযেটা টাকাতেও হতে পারে, আবার প্রতিষ্ঠার লোভেও হতে পারে| সম্প্রতি ভারতের এককমিউনিস্টপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যের মধ্যেই দেখেছি কেমনভাবেগণতন্ত্রবাঁচাতে তিনি কম্যুনিস্ট শৃংখলাবোধ ও নীতি বিসর্জন দিয়ে কংগ্রেসের সাথে একই তালে নাচছেন|) সেটাকে কাজে লাগিয়ে অরাজনৈতিক সংগঠনের কৌশল নিয়ে ওয়ালেসা মারফ পোল্যান্ডেপরবর্তীতে পূর্ব য়ুরোপে ধ্বস নামিয়েছে| প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর লেখা appreciate রে পাঞ্জাবের কৃরামন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়কে ভারতের ওয়ালেসা হিসাবে গড়ে তোলার ইঙ্গিত স্পষ্ট| সংকটে পরা পুঁজিবাদ মমতাকে সামনে রেখেই বামপন্থাকে ধংরতে চায়| এবার ওরা নেমেছে নির্মূলীকরণের কাজে| ৯৮ সাল থেকে এটা চলছে| তাই মমতার লাথি-ঝাঁটা গায়ে মেখেও কংগ্রেসের ঊর্ধ্বতন সকলকেই তৃণমূলের সামনে কান ধরে উঠবসরতে হচ্ছে| একজন উঠতি ফ্যাসিস্ট নেতার মতই তার আপব্রিংগিংবেরে ওঠা, বড় হওয়া| ভাষা, অঙ্গভঙ্গিও এক| বাজার নিয়ন্ত্রিত গণতন্ত্রে ভোটাধিকারটাও পণ্য, সুতরাং খরিদযোগ্য মাল| এটা কেনার জন্য প্রয়োজন দুটো বস্তুরএক, টাকা; যেটাকে বার্লে সাহেবরা ... করেছে| ভারত সরকারও তার তহবিল থেকে সেটা পূরণ করে যেতে বাধ্য| রেলের কেলেঙ্কারি এবং তছরুপগুলো দেখুন| দুই, সন্ত্রাস| ভীতিগ্রস্ত করে দাও মানুষকে; হিটলার জেতাকে বলেছে ‘physical and mental terror … is the key to victory.’ কংগ্রেসের হাতে (disposal) যা আছে, যন্ত্র থেকে আত্মসম্মান, সব দিতে হবে| কংগ্রেসের দায় এই দেশটাকে আমেরিকার বর্জ্য এবং বিষাক্ত মালের আবর্জনাগার করে তোলা; আমেরিকার দায় হল ভারত থেকে বাম নির্মূল করা; এবং মমতার দায় পুঁজিকে দম ফেলার সুযোগ করে দেওয়ার জন্য জনতার প্রতিরোধের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া| এই কারণেই শিশির অধিকারীর বাংলাদেশ থেকে অস্ত্র কেনার স্বীকারোক্তি থাকা স্বত্বেও চিদাম্বরম'কে বলতে হয় ওসব নাকি সিপিএমএর আসারে গপ্পো| ‘ছুঁচোর গোলাম চামচিকে / তারও মাইনে চোদ্দ সিকে’| মমতাদেবীর চোদ্দ সিকের দায়|

বাংলার বুকে এই দায়টা রক্ষা করা একটু কঠিন হয়ে পরেছে| প্রাথমিক বিফলতা কাটিয়ে মানুষ প্রতিরোধে নামছেন, নেমেছেন| যৌথবাহিনী, টৌথবাহিনী বলে এত চিকার হচ্ছে, কিন্তু কেও ভাবছে না এই বাহিনী বিহারে বা মধ্যপ্রদেশে বা ছত্তিসগড়ে কেন সফল হতে পারছেনা? ঝাড় খাচ্ছে কেন? বাংলার মানুষের প্রতিরোধই আজ শেষ কথা বলছে| মনে রাখা দরকার যে এই প্রতিরোধী মানুষগুলোর বিরুদ্ধেই আগামী দিনে অস্ত্র শানাবে যৌথবাহিনী| 'কোটেশ্বর এন্ড কোং' এই বাহিনীর সামাজিক গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে! মুখে বাম আর কাজে ডান| অংশের লোভে সমগ্রকে বিসর্জন দিয়ে হয়ে উঠেছে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের একনম্বর উকিল| যৌথ বাহিনীর সাথে প্রতিরোধী জনতার অবস্থাটা আজ Molotov-Ribbentrop চুক্তির আলোকেই দেখতে হবে|

প্রতিরোধ বাড়লে ২০১১ অতোটাও সহজ হবে না| সংকটে পরা লুম্পেন পুঁজি যদি লুম্পেন রাজনৈতিক বাহিনীর হাত ধরে জিদ করে বসে থাকে যে তারা মমতাকে ক্ষমতায়ে আনবেই, তাহলে পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে সেটা তাদের পক্ষে খুব একটা নিরাপদ হবে না| প্রতিরোধ সংগ্রামই হলো এই বার্তা| এটা যত তীব্র এবং ব্যাপক হবে, ওদের মম্তানবাহিনিকে সমর্থন'ও তত কমবে| কমরেডস, এই ফ্যাসিবাদী পুনরুত্থানকে ধং করুন, স্ফুলিঙ্গগুলোকে দাবানলে পরিণত করুন|

13 comments:

  1. dik e dik e fascibad birodhi, reactionist shaktir birudhhe bangalr bam o gonotontro priyo manusher oikkobodhho protirodh gorje uthuk ...

    dik e dik e Mangalkot,Dharampur,Snaibarir laal agun jwle uthuk ...

    Comrades "No Pasaran" , Comrades "Himmat ke sobar opore stahn din ar nairajyer shaktir protirosh korun"

    Laal Selam !!!

    ReplyDelete
  2. comrade ashok,

    protirodhi krishak aaj buker rakta diye lorchhen. ashun amra tader pashe dnarai--gore tuli 'krishak protirodh-sangram sahayak committee'. ashun egiye jai brihattaro bijoy'er dike.

    ReplyDelete
  3. জঙ্গল মহলের গনপ্রতিরোধের প্রকৃত চিত্রটা আহবাবু বা তার বকলমে যিনি এই ব্লগ লিখেছেন তিনি জানেন না। এখানে পাবেন।

    http://prekhapot.blogspot.com/2010/09/blog-post.html

    ReplyDelete
  4. maar kheye adha-fascist ar tader tatwik [?] dalalra blog khule felechhe! :D

    ReplyDelete
  5. @ pantha

    haan! blog tar naamo darun! prekkhapot! dekhlam sain barir jotedar derkeo support kora hoyechhe!

    ReplyDelete
  6. John-er poramorsho niye Prekhkhapot-er lekha-ta porlam. Ami Pantha'r saathe ekmot noi, eta kono tatwik lekha noy, eta ekdom-i W. Bengal-er birodhi shokti'r obhijog-er ekta lilhito roop matro, tatwik rajneeti chorcha'r saathe er kono shomporko dekhte paini. Prekhkhapot ja bolte chaiche ta Left-birodhi party, media, intellectuals shokole-i bolte chaichen ebong bohubar bola hoyeche. Clearly, ei boktobyo niye alochona'r darkar khub ekta porena karon je jaiga theke okhane lekha hoyeche seta biswas-er jaiga, discussion-er noi, documentation-ero noy. Andhobishwashi-r saathe alochona shudhu somoy nosto, phol tar 0. Chota Angaria bolle Chompola Sardar bola jai othoba Tapasi Malik bolle Chobi Mahato, kintu tate nichok kamra kamri-i hoy, result paoa jaina aar amra mrityu niye rajneeti-te (?) joriye pori.

    Shudhu ekta prosno jeta Sayan dekhlam eriye giyechen. Jongolmohol-e ja hoyeche ba hochche bole uni bornona diyechen (tothyosutro nei jodio), tar kaachakaachi ghotona to puro 'Red Corridor' dhore-i cholche aaro onekdin age theke-i. Aar seshob jaiga-i Congress ba BJP'r sarkar, tahole se byapare uni chup keno. Shomoshya-ta jodi uni seriously bhaben tahole oke samogrikbhabe-i bhabte hobe aar tahole-i alochona rajnoitik hoye uthte pare. Kintu onara seta chan na, onara ondhobishwash-ei beshi bhorsha rakhen aar se karon-ei oder motamot rajneeti'r dik theke mulyohin hoye pore.

    Ami Basu'r prostab-ta sobai-ke bhebe dekhte bolchi. Emon ki kora jaina je amader bhabnagulo-ke aar ektu choriye diye amra oi khoon hoye jaoa manush aar tader poribar-der paashe aar-o ektu shorashori da(n)rate pari? Sobai bhaboon please.

    ReplyDelete
  7. Sugata da'r sathe ek mot.

    @ all

    ei lekhataye besh kichhu banan bhool chokhe porechhe. amra sajag na thakar folei eta hoyechhe. aaj rater madhye egulo thik kore dewa hobe. asha korchhi bhabishyat'e emon bhool ar hobe na.

    ReplyDelete
  8. Agun!!

    Aee lekhati aj ke ee porlam!

    Eber bujhlam, APNER KANTHO RODH KORER ETO CHESTA KENO. RODH NA KORLE AE KANTHO EKHONO BUKER PORA (DUE TO OPPRESSION) TUSHE AGUN TA LAGANOR JONNO JATHESTO...

    ReplyDelete
  9. Comrades,

    Agami shonibar, arthat 25-e September, Azizul Haque Blog Team er pakkha theke anushthito hote cholechhe ekti alochona sabha, jekhan theke Sangrami Krishak janotar samarthane ekti 'Krishak Sangram Sahayak Committee' tairir prastab grahan kora hobe. Poshchim Medinipur-e Maobader namey Mao Tse-tung ke Barbad korar lokkhye Trinamool netri Mamota Banerjee'er protokhyo modote gojiye otha 'Koteshwar and Company' -er birudhye lal jhanda hatey sadharan krishak janata je lorai korchhen, tar pashe dnaratei ei committee tairir sidhyanta newa hoyechhe. Jara angshagrahan korte icchhuk tara doya kore haque.naxalbari@gmail.com thikanay naam o phone no. saho jogajog korun. meeting'er jayga apnader amra phone-e janiye debo.

    amader raktim abhinandan grahan korun


    Basu Acharya

    Azizul Haque Blog Editorial Team er pakkhe.

    ReplyDelete
  10. ekhono era CIA r bhoy pay !! khaise !!!

    jibone onek circus dekhiyehchen Ah babu....sei murgi churi theke shuru kore...AMi bhabi Ah babur moto lokjon thakte abar public e poisa diye circus dekhte bhir kore kyano?

    ReplyDelete
  11. ei lekhata porar sathe sathe date tao dkehte hobe..11th Sept...Ah babu onno sottwa jege otheni to? ;-)

    ReplyDelete
  12. @Sukher Lagi....

    Moshai, nichok dukher lagi o oneke prem-bish paan koren. Shey kotha obosyo apni bujhben na. "Akhono" CIA??!!! Peter Berley to ei shey din e ei deshe eshe Chandra Babu Naidu'r hath dhore publicly bollen "baameeder somorthon korben na".. akhono... CIA BIFR e jay ni "akhono"...

    Mera Naam Joker er poster-boy to Koteshwar & Co. akhon!! Sathe obosyo kobial-o achen jogyo songot e.

    ReplyDelete
  13. amra,orthat amar moto chele meyera sotti akhon voy pachchi.e kon pothe egie jachche amader rajyo?kichu loker jonno ki sara rajyo postabe?"maha mamatamoyi ma-mati-manuser dorodi" ja khusi tai kore jachche,robote er moto sobai hattali dichche.e kamon rajniti jat-pat niye?akhon sudhu tinti district e "tara",agamite nischoi puro state ei thakbe.C.P.I.M. to tar chokher bish,golar kata,nischoi amrao,nischoi sei 1 crore 85 lacs manush o,jara loksobhay C.P.I.M. ke somorthon korechilo?agami meyete to tadero west bengal charte hobe.- AYAN KUMAR DHAR,COOCHBEHAR

    ReplyDelete